প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন আশায় জুভেন্টাস থেকে রোনাল্ডোকে উড়িয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এ পর্তুগিজ তারকার মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই।যে কারণে রোনাল্ডোকে ছেড়ে দেওয়ার কথাও নাকি ভাবছে ম্যানইউ। এমন খারাপ সময়ে রোনাল্ডোর মন বিষিয়ে দিল আরও একটি খবর।গত এপ্রিলের এক বিতর্কিত ঘটনা ফের আলোচনায় এনে রোনাল্ডোকে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পুলিশ। মার্সেসাইড পুলিশ পর্তুগিজ তারকাকে সতর্ক করে দিয়ে বলেছে, এমন ঘটনা ভবিষ্যতে আবার ঘটলে রোনাল্ডোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত মৌসুমে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারে ম্যানইউ। সে ম্যাচ শেষে মাঠের ক্ষোভ এক এভারটনভক্তের ওপর ঝাড়েন তিনি। ম্যাচ হারার পর হতাশ-বিধ্বস্ত রোনাল্ডো যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক এভারটন-ভক্ত মুঠোফোন দিয়ে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। সে সময় রোনাল্ডো বিরক্ত হয়ে সেই ভক্তের হাতে চাপড় মারেন। তাতে ভক্তটির হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়।ঘটনার ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা।সেই ঘটনারই তদন্ত শেষ করে রোনাল্ডোকে সতর্ক করে দিয়েছে মার্সেসাইড পুলিশ।
এই ঘটনার ব্যাপারে জেরায় মার্সেসাইড পুলিশের কার্যালয়ে হাজির হয়েছিলেন রোনাল্ডো। সেখানে তিনি ঘটনাটির ব্যাপারে নিজের স্বীকারোক্তি দিয়ে দুঃখ প্রকাশ করেন।এ বিষয়ে মার্সেসাইড পুলিশ বলেছে, ‘রোনাল্ডো নিজেই এই ঘটনার তদন্তে সহায়তা করতে আমাদের এখানে এসেছিলেন। তাকে বিষয়টি নিয়ে জেরা করা হয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। নাগরিককে শারীরিকভাবে হেনস্তা করা ও নাগরিকের সম্পদ ভাঙচুরের অভিযোগে এই জেরার সম্মুখীন হতে হয়েছে।’ঘটনার পরদিন রোনাল্ডো নিজে ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করে সেই ভক্তের কাছে ক্ষমা চান। তাকে ওল্ড ট্রাফোর্ডে তাঁর অতিথি হিসেবে একটি ম্যাচ দেখারও আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ আগস্ট ২০২২ /এমএম





