Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কমনওয়েলথ গেমসের নারীদের ক্রিকেট ইভেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের তিন উইকেটের হারিয়ে এক রোমাঞ্চকর জয় পেল অস্ট্রেলিয়া নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে ভারত। জবাবে খেলতে নেমে তিন উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় ভারতের। মাত্র ১৭ বলে ২৪ রান তুলে আউট হন শ্রীমতি মান্ধানা। এরপর ৮ রানে ইয়াস্তিকা ভাটিয়া সাজঘরে ফিরলেও তৃতীয় উইকেটে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার শেফালি ভার্মা ও হার্মানপ্রিত কৌর।

৩৩ বলে ৪৮ রান করে আউট হন শেফালি। পরে ১১ রানে জেমিমা রদ্রিগেস, ৭ রানে দিপ্তি শর্মা, ১ রানে হার্লেন দেওল ও শূন্যরানে আউট হন মেঘনা সিং। এদিকে আপনতালে ব্যাট করতে থাকা হার্মানপ্রিত কৌর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। আউট হওয়ার আগে করেন ৫২ রান। আর ২ রানে অপরাজিত থাকেন রাধা যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৪১ রান তুলতেই হারিয়ে বসে প্রথম চারটি উইকেট। এরপর ৪৯ রানের মাথায় হারায় পঁঞ্চম উইকেট। এমতাবস্থা মনে হচ্ছিলো বড় হারের সম্মুখিন হচ্ছে অস্ট্রেলিয়া।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে গ্রেস হ্যারিস ও অ্যাশলে গার্ডনারের মাত্র ৩৪ বলে ৫১ রানের জুটিতে আবারও জয়ের স্বপ্ন দেখে অজিরা। ৩৭ রানে হ্যারিস ও ৩ রানে জেস জোনাসেন আউট হলে ফলাফল ভারতের পক্ষেই কথা বলতে থাকে। কিন্তু হার মানেননি অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। মাত্র ৩৫ বলে ৫২ রানের এক অপ্রতিরোধ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন তিনি। এদিকে ১৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অ্যালানা কিং।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ জুলাই ২০২২ /এমএম

 


Array