Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাজধানীর অধিকাংশ সড়ক এখন ময়লার দখলে। সড়কগুলোর বেশির ভাগ স্থানে পড়ে থাকে গৃহস্থালির ময়লা-আবর্জনা। এ অবস্থায় ঢাকার পরিবেশ সুরক্ষায় নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে। আমরা বুঝে বা না বুঝেই প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করছি।পচা ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত করছে। দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যানে করে বাসাবাড়ির ময়লা-আবর্জনা নিয়ে এসে রাস্তার ওপর এলোমেলোভাবে ফেলে যায়। টোকাইরা পচা ময়লার স্তূপ এদিক-ওদিক সরিয়ে ভাঙাচোরা প্লাস্টিক, পলিথিন, বোতল প্রভৃতি কুড়িয়ে কাঁধে চাপানো বস্তায় রাখে।

এভাবে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে মূল রাস্তা ও ফুটপাতের বিভিন্ন স্থানে। পথচারীদের দেখা যায় নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ হাত দিয়ে নাক-মুখ চেপে ধরে চলাচল করছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।ঢাকার বেশির ভাগ এলাকার ময়লার ভাগাড় প্রধান রাস্তার পাশে। যখন ময়লা নিতে সিটি করপোরেশনের গাড়ি আসে, তখন রাস্তা বন্ধ হয়ে যানজট বেঁধে যায় এবং আশপাশের এলাকা দুর্গন্ধে দূষিত হয়ে যায়। বেশি ঝামেলা হয় স্কুল ও অফিসে যাওয়া-আসার সময়।

রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরেই এ সমস্যা বিরাজ করছে। সিটি করপোরেশনের কিছু কিছু জায়গায় ময়লার নির্দিষ্ট স্থান থাকলেও বেশির ভাগ মহল্লায় নেই। নগর পরিকল্পনাবিদদের দাবি, শহরের বর্জ্য অপসারণ নিয়ে সিটি করপোরেশনের যথাযথ পরিকল্পনা না থাকায় দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এক্ষেত্রে সরকার, জনগণ সবার দায়িত্ব রয়েছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবাই যদি দায়িত্ব পালন করে, তাহলে সেটা হবে পরিবেশের সুশাসন। কাজেই স্থানীয় সরকার ও সিটি করপোরেশনের কাছে অনুরোধ-ঢাকার প্রতিটি এলাকায় গৃহস্থালির ময়লা রাখার জন্য বাউন্ডারি করে নির্দিষ্ট স্থান তৈরি করুন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

মো. রাসেল হোসাইন : শিক্ষার্থী : জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ জুন  ২০২২ /এমএম