প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির কোচের দায়িত্ব থেকে মাউরিসিও পচেত্তিনো সরানো হবে বলে কিছুদিন আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সেটার অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি। আর এরমধ্যেই শোনা যাচ্ছে নতুন খবর। মেসি-নেইমারদের কোচ হতে নাকি নাকি কাতারে পাড়ি জমিয়েছে জিনেদিন জিদান।স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি করতে ফ্রান্স থেকে কাতারের উদ্দেশে পাড়ি দিয়েছেন জিদান। আগামী শনিবার (১১ জুন) আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
পিএসজি জিদানকে যে বেতনের প্রস্তাব দিয়েছেন, তাতে করে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচ হতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জিদানেকে দেশে ফেরার অনুরোধ করেছেন। আরএমসি স্পোর্টকে তিনি বলেছিলেন, ‘আমি জিনেদিন জিদানের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি তার অপরিসীম প্রশংসা করি, খেলোয়াড় ও কোচ হিসেবে। আমরা সত্যিই এমন প্রতিভার একজন অ্যাথলেট ও কোচকে ফরাসি চ্যাম্পিয়নশিপে চাই, যিনি তিনটি বড় কাপ এনে দিতে সক্ষম।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুন ২০২২ /এমএম





