Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সিনেমা সংস্কৃতির কেন্দ্রবিন্দু হলেও বর্তমানে হারিয়ে গেছে দর্শক মাতানো ছায়াছবি বা সিনেমা। ইতোমধ্যে বহু সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হয়েছে। খাল, ডোবা, জলাশয়, নদীপাড় দখল হয়েছে।নদী ড্রেজিং করে ইলিশ উৎখাত করা হয়েছে। কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করা হলেও ব্রিজের পাড় দখল করে বহুতল ভবন তৈরি করা হচ্ছে।

পাহাড় কেটে টাওয়ার গড়ে উঠেছে। যাত্রী ছাউনিতে চাল-ডাল বিক্রি হচ্ছে। ব্যাংকের টাকা আত্মসাৎ করা হচ্ছে। মিহি সুতার পাঞ্জাবি পরে বহুরূপী মানুষ ধর্মশালায় মাথা ঠুকছেন। এক ভণ্ড পারাপারের যুগে বসবাস করছি আমরা।আমার এলাকায় এক নেতা (দক্ষিণ হাঁসা, ফরিদগঞ্জ, চাঁদপুর) ৮৬৫ মিটার রাস্তার জন্য ৪২ বার কাবিখা বরাদ্দ নিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, রাস্তাটা এখনো কাঁচা।

কয়েক ফুট পর পর গভীর গর্ত; মাছ চাষের উপযোগী। চর্চাহীন তলানিতে যাচ্ছে আমাদের সমাজ ও ব্যবস্থাপনা। সংস্কৃতিচর্চা, লাইব্রেরি, সাঁতার প্রতিযোগিতা, খেলার মাঠ, বলিবল, কাবাডি, ক্রিকেট, স্কাউটস, বিএনসিসি, নৌকাবাইচ এগুলোর জন্য নেই ভবন, নেই মাঠ, নেই জলাশয়। চারদিকে লাশঘর, ভণ্ড তেলবাজ ও পা চাটা লোক।

বড় কষ্টের বিষয়, দেশের রেমিট্যান্স যোদ্ধারা টাকা পাঠায় আর এলিটরা টাকা পাচার করে। স্যালুট রেমিট্যান্স যোদ্ধা, তোমরাই আসল দেশপ্রেমিক। এলিটরা ভণ্ড দাঁড়কাক ও শালিক।১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশটা, মাটিটা, মায়ের বুকটা কেউ ভালোবাসে না। অনেক হয়েছে, দয়া করে এবার থামুন। সোনার বাংলা ও আগামী প্রজন্মকে সৎ চিন্তা ও মানসিকতায় বেড়ে ওঠার সুযোগ দিন। চিন্তাক্ষেত্র লাইব্রেরি প্রতিষ্ঠা করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ মে  ২০২২ /এমএম

 


Array