Menu

বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্য পাঠানোর সুপারিশ

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে দুর্গত এলাকায় দ্রুত চাল, ডাল, লবণ, তেল, চিড়াসহ বিভিন্ন ধরনের খাদ্য পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে কমিটি। নিুআয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে সারা দেশে পরিচালিত ‘ওএমএস’ কার্যক্রম আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে বলেছেন কমিটির সদস্যরা।

এ জন্য নজরদারি ও তদারকি জোরদারের নির্দেশনা দিয়েছে কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা অংশ নেন।

বৈঠকে দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তিনি আরও বলেন, জাতিকে মরণব্যাধি ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগ থেকে রক্ষার জন্য ভেজালমুক্ত খাদ্য গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা ও সমন্বিত কর্মপ্রচেষ্টার বিকল্প নেই।

পৃথিবীর অন্যান্য দেশের আইন ও গৃহীত পদক্ষেপের আলোকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহকে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে আইন ও সংস্থাসমূহকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে বছরব্যাপী খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে নিয়মিত খাদ্যে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হয়েছে। ক্ষতিকর কেমিক্যালের অপব্যবহার রোধ ও বিএসটিআইয়ের পরীক্ষায় নিুমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার ও জব্দ করার কাজ চলমান আছে। ‘ক্যালসিয়াম কার্বাইড’র অপব্যবহার রোধে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত ও তাদের কাছ থেকে স্বচ্ছতার সঙ্গে সরাসরি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যে দেশের ২০০টি স্থানে ‘পেডি সাইলো’ চালু করা হবে বলে জানানো হয়। খাদ্য খাতে দুর্নীতির যে কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়। এ খাতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি শতভাগ দূর করার নির্দেশনা প্রদান করে সংসদীয় স্থায়ী কমিটি।

বাংলানিউজসিএ/ঢাকা / ১৯ জুলাই ২০১৯/ এমএম


Array