Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঝড়বৃষ্টি হলেই শোনা যায়, দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে মারা যাচ্ছে মানুষ। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে। তাই এ সময় সতর্কভাবে চলাচল করতে হবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল-এ এগারো বছরে দেশে বজ্রপাতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৯ জন। ২০২০ সালে বজ্রপাতে মারা গেছেন ২৯৮ জন।

তবে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০১৮ সালে, ৩৫৯ জন। ২০১৭ সালে মারা গেছেন ৩০১ জন। ২০১৬ সালে ২০৫ জন, ২০১৫ সালে ১৬০ জন, ২০১৪ সালে ১৭০ জন, ২০১৩ সালে ১৮৫ জন, ২০১২ সালে ২০১ জন, ২০১১ সালে ১৭৯ জন এবং ২০১০ সালে ১২৩ জন বজ্রপাতে মারা যান।

চলতি বছর এপ্রিলের শুরু থেকে প্রায় প্রতিদিনই বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। গত দেড় মাসে বজ্রপাতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে বাঁচতে হলে করণীয়গুলো জেনে নিন-

১. ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় থাকা যাবে না। এ অবস্থায় সবচেয়ে ভালো হয়, কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারলে।

২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। সাধারণত উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে; তাই এসব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না।

৩. ফাঁকা জায়গায় কোনো যাত্রীছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি থাকে।

৫. জানালা থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না।

৬. জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন

৭. টিভি, ফ্রিজ প্রভৃতি বন্ধ করা থাকলেও ধরবেন না।

বস্তুত আমরা যদি সচেতন হই, তাহলে এ দুর্যোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে। তাই এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি।

শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ মে  ২০২২ /এমএম