প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈগলের কোনো বন্ধুর প্রয়োজন হয় না। অন্যান্য পাখি যখন নিরাপত্তার স্বার্থে দল বেঁধে চলে, তখন কেবল ঈগলই জানে যে নিজের নিরাপত্তা, নিজের ভবিষ্যৎ নিজেকেই নিশ্চিত করতে হয়।ঝড় উঠলে অন্যান্য পাখি যখন গাছের ডালে আশ্রয় নিতে চেষ্টা করে, অনেকে মারা পড়ে, ঈগল সে সময় উড়ে উড়ে মেঘের লেয়ারের উপরে উঠে যায়, যাতে ঝড় তাকে স্পর্শ করতে না পারে। ঈগল শুধু শক্তি ও স্বাধীনতারই প্রতীক নয়-সৌন্দর্য, সাহস, বীরত্ব, সম্মান, গর্ব ও সংকল্পের প্রতীকও বটে। ঈগলের যে চারটি বৈশিষ্ট্য অন্য পাখিদের থেকে আলাদা তা হলো এর তীক্ষ্ণ দৃষ্টি, নির্ভীকতা, দৃঢ়চেতা ভাব ও উচ্চাকাঙ্ক্ষী মনোভাব।
একজন পরীক্ষার্থীকেও সফল হতে নিজের লক্ষ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। সফলতা কোনো রাতারাতি অর্জন করার বিষয় নয়। আমাদের প্রাত্যহিক জীবনের ডামাডোলে নিজের স্বপ্নের দিকে ফোকাস রাখাটা সত্যিই অনেক কষ্টের। ধীরে ধীরে স্বপ্নবাজ মানুষগুলো স্বপ্ন থেকে দূরে সরে যায়। এদেশের তরুণ প্রজন্মের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং অভাবটা মোটিভেশনের। ফুলের আসল সৌন্দর্য পেতে হলে ফুলের কলির মায়া ত্যাগ করতে হবে। তাই স্বপ্ন ছুঁতে হলে আশপাশের অনেক মোহ থেকে নিজেকে মুক্ত করে একনিষ্ঠভাবে ঈগলের মতো একদিকেই দৃষ্টি নিবদ্ধ করতে হবে।
অন্য কাজে একান্ত ব্যস্ত থাকলেও স্বপ্নের তাগিদে ফোকাসটি স্বপ্নের দিকেই রাখতে হবে। ‘আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, আপনি তো মেধাবী নন’-এ ধরনের হতাশাব্যঞ্জক কথার মধ্যেও কাউকে তার স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নির্ভীক হতে হবে। যে মানুষগুলো কখনোই উপকারে আসবে না, তাদের কথায় কখনো আশাহত হবেন না। সবসময় মনে রাখতে হবে, আমাদের আপন মানুষ আমরা নিজেরা ছাড়া অন্য কেউ নয়। আমাদের স্বপ্নকে আমাদেরই পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে পূরণ করতে হবে।
আমরা টেলিভিশন স্ক্রিনে দেখে থাকি, ছোট ঈগল নিজের আকারের সমান বা কিছু ক্ষেত্রে নিজের চেয়ে বড় কোনো প্রাণীকে ছোঁ মেরে তুলে নিচ্ছে। এটা সম্ভব হয় শুধু ঈগলের দৃঢ়চেতা মনোভাবের কারণে। শারীরিক শক্তি দিয়ে যা অর্জন করা সম্ভব নয়, মানসিক শক্তি দিয়ে তা অর্জন করতে হয়। অসাধ্য সাধন করা সম্ভব হার না মানা মানসিক জোর দিয়ে।গবেষণায় দেখা গেছে, একটি ঈগল ৩ দশমিক ২ কিলোমিটার দূর থেকে একটি খরগোশকে দেখতে পায়। স্বপ্নকে যতই অসম্ভব মনে হোক, দূরের মনে হোক, ঈগলের চোখ দিয়ে স্বপ্নকে দেখতে হবে, তবেই স্বপ্ন ধরা দেবে।
নাদিয়া তাবাসসুম সরকার : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকা
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ এপ্রিল ২০২২ /এমএম





