Menu

শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক আজ

বাংলানিউজসিএ ডেস্ক :: দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের সঙ্গে আজ রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার নেতাকে তার দপ্তরের টাইগার গেটে স্বাগত জানাবেন। পরে সাড়ে ৪টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসবেন দুই নেতা। আনুষ্ঠানিক আলোচনার আগে তারা কিছু সময়ের জন্য একান্তে আলাপ করবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আনুষ্ঠানিক আলোচনার পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষরের পর দুই নেতা যৌথ বিবৃতি দেবেন।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

বাংলানিউজসিএ/ঢাকা / ১৪ জুলাই ২০১৯/ এমএম


Array