Menu

এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে

বাংলানিউজসিএ ডেস্ক :: সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে।

শুক্রবার সকালে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ভোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডায়ালাইসিস করা হয়। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।
এরশাদকে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৫ জুলাই ২০১৯/ এমএম


Array