বাংলানিউজসিএ ডেস্ক ::বরগুনার কৃতি সন্তান সচেতনতার ফেরিওয়ালা সাঈদ রিমন সাম্প্রতিক বরগুনায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড রিফাত হত্যার বিচার চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে প্রতিবাদ জানিয়েছেন।
আজ (সোমবার) সকাল ১০ টায় সাঈদ রিমন মানুষকে সচেতনতার লক্ষ্যে তার নিজ উদ্দ্যেগে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিফাত হত্যার বিচার চেয়ে প্রতিবাদী ব্যানার হাতে দাঁড়ান। এবং প্রশাসনের নিকট দ্রুত সুষ্ঠ বিচার কামনা করেন।বরগুনায় এমন হত্যাকাণ্ডে নিজেকে বরগুনা সন্তান হিসেবে লজ্জিত মনে করেন তিনি। সাঈদ রিমন বলেন, এই হত্যাকান্ডের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং বরগুনা শান্তির শহর, বরগুনাতে কাউকে রকম কোন অশান্তি, বিশৃঙ্খলা, খুন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।
সম্প্রতি বরগুনায় রিফাত হত্যাকান্ড নিয়ে উদ্বিগ্ন সাঈদ রিমন। তিনি প্রতিনিয়ত বরগুনায় তার বন্ধু মহল এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, এলাকায় খোঁজ-খবর রাখছেন। সাঈদ রিমন নিহত রিফাতের পরিবার, রিফাতের স্ত্রী মিন্নি সহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা করেন মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন আসামিদের ধরার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে তাই আসামিরা খুব দ্রুতই ধরা পড়বে বলে মনে করেন এই সচেতনতার ফেরিওয়ালা সাঈদ রিমন।রিমন শান্তি প্রিয় বরগুনা বাসীকে শান্ত থেকে ধর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
বাংলানিউজসিএ/ঢাকা / ০১ জুলাই ২০১৯/ এমএম





