Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সিনেমায় দীর্ঘদিন কাজ করলেও সরকারি অনুদানের সিনেমায় কখনো দেখা যায়নি শাহেদ শরীফ খানকে। এবার অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে তার। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ একটি সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। চলতি মাসের শেষার্ধে এর শুটিং শুরু হবে মানিকগঞ্জে।

এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘মূলত যাত্রাশিল্প নিয়ে এর গল্প তৈরি হয়েছে। আমি এখানে একজন যাত্রাভিনয় শিল্পীর চরিত্রে অভিনয় করব। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। গ্রামীণ পটভূমির গল্পের সিনেমাটি আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এ অভিনেতা আরও কয়েকটি সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া রফিকুল ইসলাম বুলবুলের ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ নভেম্বর  ২০২১ /এমএম