Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

অনুভূতি
আমাদের প্রয়োজন কেবল মিনিটগুলোর যত্ন নেওয়া, ঘণ্টাগুলো নিজেই নিজের যত্ন নিয়ে নেবে। সময় চলমান, সে কখনো থামতে জানে না, ক্লান্ত হয় না, বিশ্রামও নেয় না, সে আপন গতিতে সদা চলমান। সে নিজে থামতে চায় না বলে তাকে কেউ থামাতে পারে না।আমরা অনেকেই কেবল সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না।

তাহলে সময় কি স্বার্থপর! না সে স্বার্থপর নয়, সে পরম যোদ্ধা, কর্মবীর, কর্তব্য পরায়ণ, নির্লোভ, নির্ভীক, সুন্দর এবং গতিশীল। কেউ আটকাতে চাইলেও তার গতির জন্য তাকে আটকাতে পারে না।সে নির্লোভ, তাই কোনো লোভ তাকে স্পর্শ করতে পারে না। সে সব বাধা কাটিয়ে এগিয়ে চলেছে নির্ভীক যোদ্ধা রুপে। সে অবিরাম ক্লান্তিহীনভাবে পরিশ্রম করে চলেছে, একটা সুন্দর সকাল আর বিশ্রামের রাত্রি উপহার দেবে বলে। তাই সে কর্মবীর। তার গতির মধ্যে ডঙ্কা যেমন সত্য, তেমনি সৃষ্টির বীজও সেই রোপণ করে, তাই সে সুন্দর।

প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে। আর এর জন্য প্রয়োজন সময় এবং প্রচেষ্টা। আর তা করার আগে আমরা মনে করি আমাদের পর্যাপ্ত সময় আছে। কিন্তু পরে দেখা যায় সময় ফুরিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি এবং ভাবতে থাকি কেন আরো আগে থেকে করলাম না।এমন হওয়ার কারণ আমরা যখন সময় হারাই তখন তার মূল্য বুঝতে পারি। আপনি সময়ের মালিক হতে না পারলেও বিনামূল্যে ব্যবহার করতে পারেন এবং সেই সুযোগটি আপনাকে কাজে লাগাতে হবে। চলে যাওয়া একটি মুহূর্ত আর কখনো ফিরে আসে না।

আমাদের উচিত সময়ের মূল্য বোঝা, খুব দেরি হয়ে যাওয়ার আগে। আপনি যদি আপনার অর্থ নষ্ট করেন আপনার অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন আপনি আপনার জীবনের একটি অংশ হারিয়ে ফেলছেন ।
As we know time is more than money. We can get more money but can’t get more time. জীবনকে সময়ের সঙ্গে মেলাতে চেষ্টা করুন কোনো বাধা, দুঃখ বা ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। সময়ের মূল্য বোঝা মানে জীবনের মর্ম বোঝা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ নভেম্বর  ২০২১ /এমএম