
বাংলানিউজসিএ ডেস্ক :: ভারত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হয়েছে।
পেট্রাপোল বন্দর দিয়ে শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্টে কুকুরগুলো আনা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, গত জানুয়ারিতে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্যপ্রদেশের টেকেনগুয়ালিয়ায় বিএসএফের ট্রেনিং সেন্টারে যায়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েব সুবেদার মাহবুবুল আলম। প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল শুক্রবার দেশে ফিরেছে। তারাই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো নিয়ে এসেছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ জুন ২০১৯/ এমএম
Array




