
বাংলানিউজসিএ ডেস্ক :: সারাদিন আকাশে মেঘের আনাগোনা থাকবে, সমুদ্রে লঘুচাপের সম্ভাবনা এবং কিছুসময় রোদের দেখাও মিলবে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এমনটিই জানিয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, সমুদ্রে একটা লঘুচাপের বর্ধিত অংশ আছে। সেটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানীর তাপমাত্রা কিছুটা কম থাকবে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, শরীরে সেটা অনুভূত হবে ৪১ ডিগ্রি। অন্যদিকে যখন তাপমাত্রা কমবে তখন তা ২৭ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এসবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আছে বজ্রপাতের শঙ্কাও। সারাদেশে দিন ওর রাতের তাপমাত্রা কমবে। ভোরেই এক পশলা বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হতে পারে আজ রাতেও।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ জুন ২০১৯/ এমএম




