আইপিএলের এবারের আসরে তৃতীয় ফিফটি তুলে নিলেন সুরেশ রায়না। আর ৩৩ রানের অপরজাতি ইনিংস খেললেন মহেন্দ্র সিং ধোনি। ওপেনার শেন ওয়াটসন আর মিডলঅর্ডারে থাকা স্যাম বিলিংসও রান পেলেন। আর এই চার ব্যাটসম্যানের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই সুপার কিংস।
শুক্রবার প্রতিপক্ষের মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানে করে ধোনির দল। ওয়াটসন ৩১ বলে ৩৯ রান করেন। ২টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ৩৫ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫২ রান করেন রায়না। ধোনি ১টি করে ছক্কা ও চারে ২৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসটি খেলেছেন। বিলিংস ২২ বলে ৩ চারে ২৭ রান করে রান আউটে কাটা পড়েছেন। রাজস্থানের পক্ষে জাফরা আর্চার নিয়েছেন সর্বাধিক ২টি উইকেট।
এ ম্যাচে গোলাপী জার্সি পড়ে মাঠে নেমেছে রাজস্থান। মূলত স্তন ক্যান্সার, মুখ ও গ্রীবাসংবন্ধীয় ক্যান্সারের সচেতনতায় সৃষ্টিতে এ জার্সি তাদের। এম্যাচে জয় পেলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত হবে চেন্নাইয়ের। এর আগে সানরাউজার্স হায়দ্রাবাদ প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে।