প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশ এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। উন্নত দেশের নাগরিকদের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহারের নিয়ম-কানুন খুবই সহজ। তারা আনলিমিটেড ডেটা ব্যবহার করে। দেশের শহরগুলোয় ওয়াই-ফাই সুবিধার আওতায় মানুষ আনলিমিটেড মেয়াদের ডেটা ব্যবহার করতে পারছে।
কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোয় ইন্টারনেট ব্যবহারে কষ্টের শেষ যেন নেই। বেশি মূল্য দিয়ে কেনা মোবাইল ডেটাগুলো সাধারণত স্বল্পমেয়াদের হয়। সাধারণত শিক্ষার্থীরা কিনে থাকে এসব ডেটা প্যাক। কিন্তু মেয়াদ কম থাকার কারণে তারা পড়াশোনা বাদ দিয়ে ‘এমবি’ শেষ করতে উঠে-পড়ে লাগে।
এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। দেশে দুই টাকার একটা শ্যাম্পুপ্যাকেরও মেয়াদ থাকে দু’বছর। অথচ উচ্চমূল্যে ডেটা কিনে ‘এক সপ্তাহ মেয়াদ’ পেতেও কষ্ট হয়ে যায়। অভিযোগ রয়েছে, মোবাইল সিম অপারেটররা মেয়াদোত্তীর্ণ হওয়া ‘এমবিগুলো’ ফেরত নিয়ে অন্যদের কাছে পুনরায় বিক্রি করে থাকে। সাধারণ নাগরিক, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাব্যয় হ্রাসের লক্ষ্যে স্বল্পমূল্যে ডেটা কেনার সুযোগ ও তার মেয়াদ আনলিমিটেড করতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ আগস্ট ২০২১ /এমএম





