Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অভিনয়ের বাইরে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে সব সময়ই যুক্ত থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। করোনাকাল শুরু হওয়ার পর থেকে তিনিও ব্যক্তি উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যার্থে কাজ করেছেন। এবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন এই চিত্রনায়িকা।

এতে যুক্ত হয়ে তিনি বলেন, সমাজে যারা সম্পদশালী, তাদের সবাই যদি করোনায় নিঃস্ব হয়ে যাওয়া অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মানবিক সংকট অনেকটাই কমে যাবে। কারণ খেটে খাওয়া কিংবা দিনমজুরদের জীবনধারণ করা এ সময়ে বেশ কষ্টসাধ্য একটি বিষয়। কর্মহীন হয়ে থাকা মানুষগুলো যেন অন্তত তিন বেলা খেতে পারেন তার জন্য বিত্তশালীদের প্রতি আবেদন জানাচ্ছি।

এদিকে মৌসুমী নিজেও সপরিবারে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থ আছেন তিনি। করোনাকালেও ‘দেবর আমার কত আপন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটির কয়েক দিন শুটিংও হয়েছিল। লকডাউনের কারণে ছবিটির শুটিংয়ের কাজ আপাতত বন্ধ আছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ জুলাই ২০২১ /এমএম