Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দেশজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৫ জনের।মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একই সময়ে দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ।

ঢাকায় সর্বোচ্চ ৫১ এবং খুলনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।উল্লেখ্য, গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকেই প্রতিদিন মৃত্যুতে রেকর্ড ভাঙতে থাকে। একই সাথে শনাক্তেও রেকর্ড হতে থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০  জুলাই ২০২১ /এমএম