Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঈদুল আযহা উপলক্ষে শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। তবে ঈদের একদিন পর আগামী ২৩ জুলাই থেকে আবারও শুরু হবে সারা দেশব্যাপী কঠোর লকডাউন। এ লকডাউনকে ‘কঠোর’ করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার। করোনা মোকাবিলায় প্রশাসনকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ঈদুল আযহার ছুটি শেষেই কঠোর বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়বে পুরো দেশ। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামানো হবে মাঠে। এ লক্ষ্যে ২৩ জুলাই থেকে বিধিনিষেধে সব ধরনের অফিস বন্ধ রাখার কথা হলেও সরকারি কর্মচারীদের কর্মস্থল ত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবরণীতে জানানো হয়েছে, করোনা প্রতিরোধ ও মোকাবিলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের এ কমিটিগুলোতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাইরেও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, যুব, কৃষি, আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসেছে নতুন নির্দেশনা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো এ নির্দেশনায় কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিধিনিষেধ আরোপকালীন সরকারি-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এ সময় বিভিন্ন বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে সব দপ্তরের সরকারি কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

ছুটি না কাটিয়ে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় থাকার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন সাবেক সচিব মোফাজ্জল করিম। তিনি বলেন, কর্মস্থলে উপস্থিত থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভার্চুয়ালি সব কার্যক্রম চালাতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮  জুলাই ২০২১ /এমএম