Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেম আর গোপন নেই। আগে কেবল গুঞ্জন ছিল, এখন বলিউড তারকারাই সেই খবরে সিলমোহর দিয়ে চলেছেন। একটি সাক্ষাৎকারে অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর জানিয়েছিলেন যে, ভিকি-ক্যাটরিনা প্রেম করছেন।

পরিচালক-প্রযোজক করণ জোহরও ভিকির নাম নিয়ে ক্যাটরিনার সঙ্গে প্রায়ই মশকরা করেন। তাদের মাঝে মাঝেই একসঙ্গে দেখা যায়। গত শুক্রবারও ভিকিকে ক্যাটরিনার বাড়ি থেকে সন্ধ্যার পর বের হতে দেখা যায়। যদিও ভিকি বা ক্যাটরিনা কেউই এ বিষয় নিয়ে মুখ খোলেননি।তবে নতুন খবর হল, ভিকি-ক্যাটরিনার বিয়ে। সেই বিষয় নিয়েও জল্পনা চলছিল বলিউডপাড়ায়। কিন্তু এবারে খোদ বলিউড শিল্পী অ্যাশলে রেবেলো এই গুঞ্জনে ধোঁয়া দিলেন।

চমকপ্রদ বিষয়, অ্যাশলে আবার ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন। গত শুক্রবার ক্যাটরিনার ৩৮তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন অ্যাশলে। সেই পোস্ট নিয়ে জল্পনার ঝড় বলিউডপাড়ায়।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের গাউন পরে বিয়ের সাজে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। ছবিটি তোলা হয়েছিল সালমান ও ক্যাটরিনা অভিনীত ‘ভারত’-এর শুটিং সেটে। ছবির উপরে লেখা, ‘শুভ জন্মদিন ক্যাটরিনা কাইফ। আশা করি, এই ঘটনা খুব তাড়াতাড়ি ঘটবে।’

নেটাগরিকরা অনুমান করছেন, বিয়ের সাজের ছবি দিয়ে এই কথা লেখার মানে একটাই। খুব তাড়াতাড়়ি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। যেহেতু ভিকির সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের খবরে এখন সিলমোহর পড়ে গেছে, তাই নেটাগরিকরা হবু বর হিসেবে ভিকিই চিহ্নিত করে ফেলেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮  জুলাই ২০২১ /এমএম