প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বার্সেলোনা মানেই ফুটবল। ন্যু ক্যাম্পের আধিপত্য। যেখানে লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যানের মতো তারকারা চমক দেখান।কাতালানরা খেলা বলতেই রেফারির বাঁশি, ফ্রি-কিক, কর্নার, গোল— এসব শব্দ শুনতে অভ্যস্ত।কিন্তু আম্পায়ার, ব্যাটিং, বোলিং, উইকেট, রান শব্দগুলো জানা নেই অনেক কাতালুয়ানের।এবার সে সুযোগ আসছে। মেসির বার্সেলোনায় তৈরি হতে যাচ্ছে ক্রিকেট খেলার মাঠ।
তৈরি হবে পিচ। ফ্ল্যাড লাইটের ব্যবস্থাও করা হবে। এবার মন বলতেই মনে আসে লিওনেল মেসির কথা। তার পায়ে বল পড়লেই হাজার হাজার সমর্থকের উল্লাস। সেই শহরই এবার হয়তো গলা ফাটাবে উইকেট পড়লে বা বল বাউন্ডারি পার করলে। স্পেনের শহর বার্সেলোনায় এবার তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।
অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে কাতালোনিয়ানদের জিজ্ঞেস করা হয়— ২৯৬ কোটি ৯৬ লাখ টাকা কীভাবে ব্যবহার করা যেতে পারে। এতে ১৮৪টি প্রস্তাব জমা পড়ে।সেখানে প্রথম স্থানে ছিল বার্সায় ক্রিকেট পিচ গড়া। প্রস্তাবটিকে সমীহ করে বার্সেলোনা সিটি হল।ক্রিকেট খেলার উপযোগী মাঠ প্রস্তুতে ১২ কোটি ২০ লাখ টাকা খরচ করতে যাচ্ছে তারা।
জানা গেছে, ক্রিকেটের ওই প্রস্তাবটি দিয়েছে বার্সেলোনায় বসবাসকারী ক্রিকেটপাগল কিছু কিছু ভারতীয় ও পাকিস্তানি।কাজের সুবাদে বা পড়াশোনার কারণে সেখানে অবস্থান নেওয়া এসব উপমহাদেশীয় সুযোগ পেলেই ক্রিকেট খেলেন।বার্সেলোনায় প্রায় ৪০০ ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী ও পুরুষ দল আছে এখন।সিটি হলের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত এসব ক্রিকেটখেলুড়ে মানুষ।
নাদিয়া মুস্তাফা নামে সেখানকার এক নারী ক্রিকেটার বলেন, অবশেষে স্বপ্ন সত্যি হলো। আমাদের পরিশ্রম সার্থক হলো। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। এবার আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে।এতদিন গাড়ি পার্কিংয়ের জায়গা ফাঁকা থাকলে সেখানে ক্রিকেট খেলতাম। এখন তা আর হবে না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুলাই ২০২১ /এমএম