প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দেবী’ সিনেমাটি প্রযোজনা করে ইতোমধ্যে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো আরও একটি পরিচয়। দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লাক্সারি সিল্ক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি, জয়া আহসান ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী দুই বছরের জন্য জয়া আহসান বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন।
ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়ে জয়া আহসান বলেন, ‘বার্জার দেশের অন্যতম কয়েকটি ব্র্যান্ডের মধ্যে একটি। যে ব্র্যান্ডকে মানুষের কাছে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি আমাকে ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে একটি অভিজ্ঞতা দান করবে।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুলাই ২০২১ /এমএম