Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভারতীয় টেলিভিশনের অন্যতম সেরা তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। তাদের ১৩ বছরের সাজানো সংসারও নাকি এখন ভাঙতে বসেছে। ভারতীয় মিডিয়া সূত্রে খবর, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বরখা। এই আলাদা থাকার পেছনে উঠে আসছে টলিউডের মিষ্টি মেয়ে ইশা সাহার নাম।

শোনা যাচ্ছে, ইন্দ্রনীলের সঙ্গে ডেট করছেন ইশা। তাই মুম্বাইয়ে থেকেও মাঝেমধ্যে কলকাতায় দেখা যাচ্ছে ইন্দ্রনীলকে। যদিও এ ব্যাপারে অভিনেতা মজা করে বলেছেন, ‘মুম্বাই থেকে কলকাতায় বিমানে চড়ে প্রেম করতে আসাটা প্রচুর খরচের ব্যাপার।’ অন্যদিকে ইশা সাহা জানান, ‘এই খবর শুনেছি, কিন্তু আমি নিজেই কিছু জানি না।’

গত মার্চে পরিচালক দেব রায়ের প্রথম ছবিতে অভিনয় করেন ইন্দ্রনীল-ইশা জুটি। ছবির নাম ‘তরুলতার ভূত’। ইশার দাবি, ছবির কাজ শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘চারদিকে সময় অনেক কঠিন। তার মধ্যে এত নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক।’

এদিকে মেয়েকে নিয়ে যে বরখা আলাদা থাকছেন, সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন রয়েছে। গত ২ মার্চে তাদের বিবাহ বার্ষিকী ছিল। এরপর থেকে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার আর কোনো ছবি দেখা যায়নি। যদিও দুজনেই সন্তানের ছবি পোস্ট করে চলেছেন নিজেদের প্রোফাইলে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুন ২০২১ /এমএম