Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু মারা গেছেন সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ তথ্য ছড়ায়। তবে, সেই খবরকে মিথ্যা প্রমাণ করে নিজের উপস্থিতি জানান দিলেন নিপু। ফেসবুক লাইভে এসে বললেন, ‘আমি মারা যাইনি, বেঁচে আছি।’

শনিবার দুপুরে নিপু তার ভাইয়ের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ কথা বলেছেন।লাইভে নিপু বলেন, ‘আমি আপনারদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।’

শুক্রবার মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাতি চরিত্র শওকত আলী তালুকদার ওরফে নিপু মারা গেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, নিপু রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গুজবটি ভাইরালে পরিণত হয়।নিপু টানা ২৮ বছর ধরে ইত্যাদির নানা-নাতি-নানি নাট্যাংশে অভিনয় করে যাচ্ছেন। প্রথম পর্ব প্রচারের পরই জনপ্রিয়তা পান তিনি।অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর গ্রামেরবাড়ি জামালপুর। বর্তমানে রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করেন তিনি। ১৯৯৩ সালে হানিফ সংকেতের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকে অভিনয়ে সুযোগ পান নিপু।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জুন ২০২১ /এমএম