Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আবির পায়ে ফ্রাকচার নিয়ে ঘরে বসা প্রায় তিন মাস। ঘরে যেন মন টেকেনা তার। কিন্তু চিকিৎসকের দেওয়া নির্দেশনা মতো কুয়াশা কোনো ভাবেই আবিরকে ঘরের বাইরে যেতে দেবে না। শেষ কয়টা দিন আবিরকে ঘরে আটকানোর জন্য ও আরও কঠিন হয়।

তারা কীভাবে চলবে তার একটা লিস্ট করে। পাশাপাশি একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার চেষ্টা করে কুয়াশা। যে গেমটা একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যেটা একে-অন্যের অজানা। সেই না জানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিল বিষয় বের হয়ে আসে।

স্কুল জীবনে কুয়াশার একটা প্রেম হয়েছিল। যেটা দুই পরিবার জানাজানির মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু কুয়াশার বিয়ের সময় ফিরে আসে স্কুল জীবনের প্রেমিক তারেক। কুয়াশাকে ফোন দেয় সে। বলে সে এখনো কোয়াশাকে ভালোবাসে। কুয়াশাকে সে তার কাছে চলে আসতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিয়ে হয়ে যায় কুয়াশার।

কিন্তু বিয়ের পর অন্যরকম একটা ভালোবাসা শুরু হয় কুয়াশা ও তারেকের। কুয়াশা যখন বিষয়টা বুঝতে পারে তখন সে সরে আসার চেষ্টা করে। আবিরকে সে এই গোপন কথাটাই বলে। সেটাই কাল হয়ে দাঁড়ায়। যদিও আবিরও একটা গোপন কথা বলে, যেটা কুয়াশা জানত না। যা মেনে নিতে কষ্ট হয়।

এই জানাজানির শেষ কোথায় দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। কারণ এটি রিল লাইফের গল্প। এমনই গল্প নিয়ে নিয়ে নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। নাম ‘টোনাটুনির ভালোবাসা’।

এখানে আবির চরিত্রে অভিনয় করেছেন তাহসান রহমান খান। কোয়াশা চরিত্রে রয়েছেন তানজিন তিশা। নির্মাতা সূত্রে জানা গেছে, বিশেষ এ নাটকটি পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল রাত ১০টায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ এপ্রিল ২০২১ /এমএম