
বাংলানিউজসিএ ডেস্ক :: এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের হাতে। আজ শনিবার পর্যবেক্ষণ করা হবে অবস্থা। ব্যথা না কমলে এমআরআই করানো হবে।
গতকাল শুক্রবার ওভালে দলের অনুশীলনের সময় নেটে সাইড আর্ম থ্রোয়ারে থ্রো ডাউন খেলার সময় একটি বল এসে লাগে হাতে। ফিজিওর সঙ্গে কথা বলে ড্রেসিং রুমে চলে যান তখনই।
এর আগে উরুর পেশিতে টান অনুভব করায় মঙ্গলবার কার্ডিফে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তামিম। ইনজুরির কারণে গতকাল অনুশীলন করতে পারেননি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাফ ইনজুরি আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। পুরোপুরি সুস্থ নন মাহমুদুলাহ রিয়াদও।
আগামীকাল রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে হেরেছিল ১০৪ রানে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ মে ২০১৯/ এমএম




