Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০১৯ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা জানিয়ছিলেন তার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ২০২১ সালে এসে বাস্তবায়ন হচ্ছে তার সে কথা। প্রকাশ হচ্ছে মিথিলার বই ‘আইরা ও মায়ের অভিযান’। আগামী বইমেলায় প্রকাশিত হবে এটি।

শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন মিথিলা। তাই শিশুদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেন তিনি। এসব অভিজ্ঞতা বইটিতে উঠে এসেছে।

বইটি ঘিরে মিথিলার অনেক দিনের স্বপ্ন। মিথিলা বলেন— ‘বইটি আমার অনেক দিনের স্বপ্নের ফসল। বাস্তব জীবনে আমার আর আইরার অনেক মজার মজার অভিজ্ঞতা হয়। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নির ভেতর দিয়ে যেতে পারে। বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র।’

অন্যদিকে মিথিলা এখন অভিনয়েও বেশ।আগামী ১৮ মার্চ মুক্তি ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত তারকাবহুল সিরিজ ‘কন্ট্রাক্ট’। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি।এতে রুমানা চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

ওয়েব সিরিজটি মুক্তির আগে মিথিলা নতুন একটি খবর দিলেন। তানিম রহমান অংশু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালো বিড়াল’ এ অভিনয় করছেন মিথিলা। অন্তঃসত্ত্বা এক নারীর সঙ্গে পরিচয় হয় একটি কালো বিড়ালের। তাদের সখ্য হয়। এরপর ঘটতে থাকে অতিপ্রাকৃতিক সব ঘটনা। এসব নিয়ে স্বল্পদৈর্ঘটির গল্প। রুদ্র হকের লেখা লেখা এই গল্পে অন্তঃসত্ত্বা সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

অংশু জানান, নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করছেন ‘কালো বিড়াল’সহ মোট ১০টি স্বল্পদৈর্ঘ্য। ইতেমাধ্যে পাঁচটি নির্মাণ সম্পন্ন হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৭ মার্চ ২০২১ /এমএম