Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবেও দর্শকদের কাছে সুপরিচিত। আবার তিনি সমাজকর্মী হিসেবে দেশ-বিদেশে কাজও করেন। বহু প্রতিভাবান এই তারকা এবার আসতে চলেছেন নতুন আরও একটি পরিচয়ে।

জানা গেছে, লেখক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন মিথিলা। আগামী বইমেলার জন্য এরই মধ্যে একটি বই লেখার কাজ শেষ করেছেন তিনি। নাম রেখেছেন ‘আইরা ও মায়ের অভিযান’। সিরিজ আকারে বইটি লিখবেন তিনি। সেই সিরিজেরই প্রথম গল্প ‘তানজানিয়ার দ্বীপে’ এবারের বইমেলায় প্রকাশিত হবে। প্রকাশ করবে ‘লাইট অব হোপ’ নামে একটি সংস্থা।

বইটি নিয়ে মিথিলা বলেন, ‘আমার আর আইরার একসঙ্গে ঘুরে বেড়ানোর অভ্যাস ছোটবেলা থেকেই। কাজের সূত্রে আইরাকে নিয়ে উগান্ডা, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে গেয়েছি। দুজন মিলে তানজানিয়ায়র একটি দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প উঠে এসেছে এবারের বইটিতে।’

অভিনেত্রী আরও বলেন, ‘বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র। আমি শিওর বইটা যখন মেলায় প্রকাশিত হবে সব বাবা-মা এবং বাচ্চারা এটি কানেক্ট করতে পারবে।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৫ মার্চ ২০২১ /এমএম