Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের শহরগুলোয় শিশুদের বিনোদনের ব্যবস্থা তেমন একটা নেই বললেই চলে। শিশু পার্ক যেগুলো আছে, সেখানে ছোটদের চেয়ে বড়দের আনাগোনাই বেশি।শিশুদের নিয়ে ঘুরতে যাওয়ার নানা ব্যবস্থা রয়েছে। প্রয়োজনের তুলনায় কম হলেও বড় বড় শপিং মলগুলোয় রয়েছে শিশুদের জন্য আলাদা বিনোদন পার্ক।

সারা দেশে এ রকম অনেক পার্ক রয়েছে। কিন্তু রাজধানীর তুলনায় কম গুরুত্বপূর্ণ শহরগুলোয় শিশুদের জন্য ঘরের বাইরে চিত্তবিনোদনের ব্যবস্থা বলতে শুধু শিশু পার্ক।শিশু পার্কগুলোয় শিশুদের নানা রাইড রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়লেও দর্শনার্থীর তেমন একটা অভাব হয় না; বরং তরুণদের আনাগোনা সেখানে বেশি।

পার্কের নানা কোনায় জোড়ায় জোড়ায় তরুণ-তরুণীদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। শিশু পার্কে শিশুদের সামনেই তাদের অতিঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিঃসন্দেরেহ দৃষ্টিকটু। কর্তৃপক্ষ যেন চোখ থাকতেও অন্ধ!

পার্কগুলো নামে শিশু পার্ক হলেও তা যে আসলে একটি ‘ডেটিং স্পট’; এটা বুঝতে বেশি সময় লাগে না। সহজেই অনুমেয়, কর্তৃপক্ষ ‘শিশু পার্ক’ নামটি ঢাল হিসাবে ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রেমলীলার এক নিরাপদ আশ্রয় বানিয়েছেন পার্কগুলোকে। অথচ এসব পার্কে শিশুদের জন্য আরও উন্নত পরিবেশ আশা করে সাধারণ মানুষ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ ফেব্রুয়ারি ২০২১ /এমএম