প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্ত্রী আনুশকা শর্মাকে নিজের ‘শক্তির স্তম্ভ’ বলে আখ্যায়িত করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের পডকাস্টে এ কথা জানান তিনি। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে বাজে ফর্ম চলাকালে নিজেকে নিঃসঙ্গ মনে হয় কোহলির। সে সময়েও সঙ্গ দিয়ে ভারতীয় অধিনায়কের পাশে ছিলেন বলিউড অভিনেত্রী।
২০১৪-র ইংল্যান্ড সফর তাঁর জীবনে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল। সেই সফরে ভারত-অধিনায়ক পাঁচ টেস্টে করেছিলেন মাত্র ১৩৪ রান। তখন তিনি এতটাই মানসিক অবসাদে ভুগেছিলেন যে, নিজেকে বিশ্বের সব চেয়ে নিঃসঙ্গ মানুষ ভাবতেন।
ইংল্যান্ডে ব্যর্থতার পরেই অস্ট্রেলিয়া সফরে অবিশ্বাসভাবে ঘুরে দাঁড়ান কোহলি। মিচেল জনসনদের আগুনে গোলা সামলে চার টেস্টের সিরিজে চার সেঞ্চুরিসহ ৬৯৭ রান করেন। কোহলি জানালেন, কীভাবে স্ত্রী আনুশকার সঙ্গে খোলাখুলি আলোচনা করে মানসিক জটিলতা থেকে বেরিয়ে এসেছিলেন।
কোহলি বলেন, ‘আনুশকার সঙ্গে প্রাণ খুলে প্রচুর কথা বলেছিলাম। আলোচনা করেছিলাম, কীভাবে সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। আনুশকা আমার শক্তির স্তম্ভ। তার একটা কারণ ও নিজেই এমন একটা উচ্চতায় পৌঁছেছে যেখানে নানা ধরনের নেতিবাচক ব্যাপারের মুখোমুখি হতে হয়। ও যেমন আমার দিকটা বোঝে, তেমন আমি বুঝতে পারি ওর দিকটা।’
ভারতীয় অধিনায়ক আরো বলেন, ‘‘আমি কী ভাবছি, কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা বোঝার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। জানি না আনুশকা আমার জীবনে না এলে, জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলাতে পারতাম কি না।’
উল্লেখ্য, বিরাট কোহলি এবং আনুশকা শর্মা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। আর গত ডিসেম্বরের ১১ তারিখে তাদের ঘর আলো করে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম