Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অভিনয়ের পাশাপাশি করোনাকালের আগে মাঝে মধ্যেই একখণ্ডের নাটক পরিচালনা করতেন জাহিদ হাসান। সম্প্রতি আবারও এ ধরনের নাটক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন এ অভিনেতা। বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে কয়েকটি নাটক পরিচালনা করবেন তিনি। এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘ সময় একখণ্ডের নাটক পরিচালনা করছি না।

অনেকেই এ ধরনের নাটক নির্মাণের জন্য উৎসাহ দিচ্ছেন। তাই আবারও একখণ্ডের নাটক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন গল্প নির্বাচন নিয়ে কাজ চলছে।’ এদিকে এ অভিনেতার পরিচালনায় বিটিভিতে ‘পিছুটান’ ও আরটিভিতে ‘হুলস্থুল টিভি’ নামে দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এ ছাড়া মাছরাঙা টিভিতে তার অভিনীত ‘একশতে একশ’ নামে একটি নাটক নিয়মিত প্রচার হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম