Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শীত পুরোপুরি বিদায় নেয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মৌসুম শুরুর আগেই চলতি মাসের শেষ দিকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছে।শনিবার আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে শীতের প্রকোপ কমে গেছে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সামান্য শীত অনুভূত হলেও ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। শীতকে বিদায় জানাতে দেখা মিলবে ঝড়ের। মৌসুম শুরুর অনেকটা আগেই এবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

কাওসার পারভীন বলেন, মৌসুম শুরু হতে আরও কিছুটা দেরি আছে। তবে মৌসুমের কিছুটা আগেই এবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকেই এটি হতে পারে।

তিনি আরও জানান, কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ মাঘ মাসের ২৩ তারিখ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফাল্গুনের মাঝামাঝি দেখা দিতে পারে কাল বৈশাখী ঝড়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ ফেব্রুয়ারি ২০২১ /এমএম