Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী ১৬ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের প্রতিপক্ষ জার্মানির ক্লাব আরবি লেইপজিগ। ম্যাচটিতে স্বাগতিক লেইপজিগ। কিন্তু করোনা মহামারী নিয়ন্ত্রণে জার্মান সরকারের কড়াকড়ি নিয়মের কারণে ম্যাচটি খেলতে জার্মানিতে ঢুকতে পারবে না লিভারপুল দল।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ‘জার্মান ফেডারেল পুলিশ আজ (বৃহস্পতিবার) আরবি লেইপজিগকে জানিয়েছে যে, ম্যাচটি ব্যতিক্রম বিষয়ের মধ্যে পড়ে না।’

এদিকে, উয়েফার নিয়মানুযায়ী আরবি লেইপজিগকে যেকোনোভাবে এই ম্যাচ আয়োজন করতে হবে। অন্যথায় তাদের ৩-০ গোলে হার মেনে নিতে হবে।

আরবি লেইপজিগ ক্লাবের সিইও ওলিভার মিন্টজ্লাফ বলেছেন, ‘তারা ম্যাচটি আয়োজনের ভিন্ন উপায়ের কথা ভাবছেন। তিনি বলেছেন, আমরা আলোচনা করছি, চেষ্টা করছি একটি সমাধান বের করার। আমরা অন্য কোথাও খেলব।’

যুক্তরাজ্যে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনার নতুন ধরনে আক্রান্ত হচ্ছে দেশটির অসংখ্য মানুষ। তাই জার্মানিতে এখন নিয়ম করেছে যে, যুক্তরাজ্য সহ যেসব দেশে করোনার প্রকোপ বেশি সেসব দেশ থেকে কেউ জার্মানিতে প্রবেশ করতে পারবে না। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে।জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘পেশাগত ক্রীড়াবিদদের জন্য বিশেষ কোনো নিয়ম নেই।’

এক্ষেত্রে সমাধান এমন হতে পারে যে, প্রথম লেগের এই ম্যাচটি লিভারপুলে অনুষ্ঠিত হতে পারে। আর দ্বিতীয় লেগের ম্যাচটি জার্মানিতে হতে পারে। অথবা ম্যাচটি অন্য কোনো দেশেও আয়োজন করা হতে পারে। নিয়ম অনুযায়ী আগামী ১০ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচটি লিভারপুলের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সেমিফাইনালে উঠেছিল লেইপজিগ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ ফেব্রুয়ারি ২০২১ /এমএম

 


Array