Menu

জয়দীপ সান্যাল, ক্যালগেরি, আলবার্টা, কানাডা :: ভ্যাক্সিন বাজারে এখন পর্যন্ত ফাইজার, মডার্না আর অক্সফোর্ডের টিকাকে অধিকতর নিরাপদ ও কার্যকর মনে করা হচ্ছে। ভ্যাক্সিন পরীক্ষায় স্বচ্ছতার অভাব ও নিয়ন্ত্রিত প্রচার যন্ত্রের কারণে চীন ও রাশিয়ার টিকার প্রকৃত কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তাদের ঘনিষ্ঠ বলয়ের বাইরের দেশগুলো তেমন ভরসা পাচ্ছে না। চাহিদা অনুযায়ী ফাইজার, মডার্না আর অক্সফোর্ডের টিকা সরবরাহে চরম ধীর গতি দেখা যাচ্ছে।

আমেরিকা আর ইংল্যান্ড বাদে সব উন্নত দেশের মানুষ ও সরকার তীর্থের কাকের মত টিকার জন্য অপেক্ষা করছে। জন্সন & জন্সন টিকার ডোজ একটি হলেও তৃতীয় ফেজ পরীক্ষা কালে তার কার্যকারিতা এই তিন টিকার ধারে কাছে পাওয়া যায়নি বলে রিপোর্ট আসছে মিডিয়ায়। ফাইজার, মডার্না আর অক্সফোর্ডের টিকার উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি না হওয়া পর্যন্ত বেশীর ভাগ দেশ চুক্তি অনুযায়ী সরবরাহ কবে পাবে তা নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২০২০ এর আগস্ট-চুক্তি অনুসারে কানাডার ৭ কোটি ৬০ লাখ ফাইজার এবং ৪ কোটি মডার্না ভ্যাকসিন পাবার কথা গত ডিসেম্বর থেকে (লিঙ্ক-১)। ৩১শে জানুয়ারি পর্যন্ত কানাডা ১১ লাখ ২২ হাজার ৪৫০টি টিকা পেয়েছে, যার মধ্যে আলবার্টায় এসেছে ১ লাখ ২২ হাজার ৭২৫টি (লিঙ্ক-২)। ১৪ই ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত আলবার্টায় জনসংখ্যার প্রায় ২% কে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে জানা গেলো বেলজিয়াম থেকে ফাইজারের পরবর্তী সরবরাহ দু-এক সপ্তাহ দেরী হতে পারে কারখানার উৎপাদন সম্প্রসারণ কাজের জন্য। আশা করা যাচ্ছে এরপর সরবরাহ হার বৃদ্ধি পেতে পারে।

সুলভ মূল্যে দ্রুত টিকা যোগাড়ের জন্য ফাইজার ও মডার্নার টিকা উদ্ভাবন ও উৎপাদনে এবং জন্সন & জন্সন সহ আরও কিছু সরবরাহ লাইনে কানাডা প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করেছে। তারপরেও দুর্ভাগ্যবশতঃ চুক্তি অনুযায়ী সময়মতো ভ্যাক্সিন আসছে না কানাডায়। কানাডার প্রধানমন্ত্রী ফাইজার গ্লোবালের প্রধানকে (CEO) মার্চ মাসের মধ্যে চল্লিশ লাখ টিকা সরবরাহ নিশ্চিত করতে তাগাদা দিয়েছেন বিগত ২১ জানুয়ারি। রাজনৈতিক অন্য অনেক বিষয়ে বাদানুবাদ থাকলেও কেন্দ্র ও প্রাদেশিক সরকারগুলো সরবরাহের ঘাটতি নিয়ে পরস্পরকে কাঁদা ছোঁড়াছুড়ি না করে একসাথে পরিস্থিতির মোকাবেলা করছে। ব্যবহারের গুরুত্ব ও অগ্রাধিকার নিরুপণ করে এ পর্যন্ত প্রাপ্ত টিকা প্রদেশ ও টেরিটোরিগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে ।

এখন পর্যন্ত কানাডা সরকার ভ্যাক্সিনের ক্রয় মূল্য প্রকাশ করেনি। ইউরোপিয়ান ইউনিয়নের ক্রয় মূল্য সরকারী ভাবে প্রকাশিত না হয়ে থাকলেও সম্প্রতি লিক হয়ে গেছে ওয়েব সাইটে (লিঙ্ক-৩) । মার্কিন ডলারে রুপান্তরিত সেই মুল্য থেকে কানাডার প্রদেয় টিকার দাম সম্বন্ধে খানিকটা ধারণা পাওয়া যেতে পারে ।

COVID 19 Vaccine EU Purchased Price/Dose

COVID 19 VACCINE EU PURCHASED PRICE
GBP (£) USD ($)
Oxford-AZ 1.78 2.44
Johnson & Johnson 6.20 8.50
Sanofi/ GSK 7.56 10.36
Pfizer-BioNTech 12.00 16.44
Curevac 10.00 13.70
Moderna-mRNA 13.14 18.00

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, টিকা গবেষণায় ও উৎপাদনে বিনিয়োেগকারী আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ই,ইউ ভুক্ত দেশসমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পরবর্তী বাজার মূল্য থেকে অনেক কম দামে টিকা ক্রয়ের চুক্তির সুবিধা পেয়েছে। কর্পোরেট বাণিজ্যের এই যুগে একে ধনী দেশের ঝুঁকি নেওয়ার সুবিধে বলা হয় ।

ডোজের সংখ্যা (২ টি), কার্যকারিতা (৯০%-৯৫%) ও পার্শ্ব প্রতিক্রিয়ার দিক থেকে ফাইজার ও মডার্নার সমকক্ষ হলেও সাধারণ গৃহস্থালির রেফ্রিজারেটরে সংরক্ষণ যোগ্য হওয়ায় অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভারতের সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারতে ব্যবহারের ছাড়পত্র পাবার পর থেকে তাদের টিকার বর্তমান বাজার মূল্য ১০০০ রুপি বা ১৩.৭২ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। অবশ্য এর কিছুদিন আগে রয়টার্স জানিয়েছিল যে, দ. আফ্রিকা ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে প্রতি ডোজ ৫.২৫ মার্কিন ডলারে ১৫ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা- টিকা (কোভিশিল্ড) কিনেছে।

জন্সন & জন্সনের পর তৃতীয় পর্যায়ের পরীক্ষাধীন বাকি সব টিকার দ্রুত সাফল্য (সহনীয় মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া ও ৯০%-৯৫% কার্যকারিতা ) কামনা করা ছাড়া কোন গতি নেই মনে হচ্ছে। নতুবা উন্নত দেশগুলোর ভ্যাক্সিন যুদ্ধের যাতাঁকলে পরে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর আমজনতার করোনা থেকে মুক্তির উপায় থাকবে না ২০২১ সালে। বিশ্বের আর্থিক ক্ষতিপূরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, জি-৭, সহ অন্যান্য সংস্থা কী পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় বসে থাকার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

রেফারেন্স লিঙ্কঃ লিঙ্ক-১ https://www.canada.ca/…/procuring-vaccines-covid19.html…
লিঙ্ক-২ https://www.ctvnews.ca/…/coronavirus-vaccine-tracker…
লিঙ্ক-৩ https://globalnews.ca/…/coronavirus-vaccine-price-list…/

লেখক: জয়দীপ সান্যাল, ক্যালগেরি, আলবার্টা, কানাডা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৩ ফেব্রুয়ারি ২০২১/এমএম


Array