Menu

পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

বাংলানিউজসিএ ডেস্ক :: পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। সোমবার রাতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশি এক কূটনীতিকের ভিসার মেয়াদ বাড়াতে বিলম্ব করার প্রতিবাদ হিসেবে ভিসা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার কূটনৈতিক সূত্রে জানা যায়, গত ১৩ মে থেকে ইসলামাবাদের বাংলাদেশ মিশন ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইন তার ভিসার মেয়াদ বাড়াতে গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেন। এর দুইদিন পর পররাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠায়। গত চার মাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সেই আবেদন পড়ে আছে।

আরো জানা যায়, ইকবাল তার মেয়েকে নিয়ে ইসলামাবাদে বাস করছেন। তার স্ত্রী এবং সন্তান ঢাকায় আছেন। বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন ইকবাল হোসাইনের স্ত্রী ও সন্তান। তাদের ভিসা আবেদনেও অনুমোদন দেওয়া হয়নি।

ইসলামাবাদে বাংলাদেশ মিশনের এক কূটনীতিক জানান, গত নভেম্বর থেকে ভিসা অফিসার পদটি শূন্য রয়েছে। ওই পদে ইকবালকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেয়ার কথা। কিন্তু পাকিস্তান তার ভিসার মেয়াদ বাড়াচ্ছে না। এর প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে পাকিস্তানিদের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে।

গত ৩০ মার্চ ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ শেষ হয়। তবে পাকিস্তানের আশ্বাসে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। এ নিয়ে কয়েক দফা বৈঠক ও চিঠি চালাচালির পরও কোন সমাধান পাওয়া যায়নি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ মে ২০১৯/ এমএম


Array