Menu

অবসরের ভাবনা যুবরাজের

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে একবার জাতীয় দলে ফেরার সবরকমের চেষ্টা করেছিলেন যুবরাজ সিং। সেই চেষ্টায় সফল হতে পারেননি ২০১১ সালে বিশ্বকাপের সেরা এই ক্রিকেটার। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথাই ভাবছেন তিনি।

চেষ্টা করেছেন ঘরোয়া ক্রিকেটে খেলতে। আইপিএলে অবিক্রিত থাকার পর মুম্বাই নিয়েছিল যুবিকে। খেলতে পেরেছিলেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। সেই যুবরাজ এবার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অবসরের অনুমতির জন্য যুবরাজ বিসিসিআই-এর কাছে আবেদন জানাতে পারেন। তবে আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলিতে খেলার কথা ভাবছেন তিনি। জাতীয় দলের রেজিস্টার টি-টোয়েন্টি ক্রিকেটার যুবি। তাই বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দিলেই ইউরোপ, কানাডাসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে তিনি খেলতে পারবেন। এমনকী দুবাইয়ে টি-টেন লিগেও খেলতে পারেন তিনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ মে ২০১৯/ এমএম


Array