Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গান নিয়েই ব্যস্ত থাকেন বাপ্পা মজুমদার। কখনও নতুন গানে কণ্ঠ দেন; আবার অন্যের গানের সুরকার ও সঙ্গীত পরিচালনার কাজ নিয়েও ব্যস্ত থাকেন। তবে দীর্ঘদিন পর একসঙ্গে দুটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা।

এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিতব্য ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ একটি ছবির টাইটেল গান। এ গানের সুর করেছেন ইমন সাহা।

প্রদীপ ঘোষের পরিচালনায় ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের আরেকটি ছবির ‘পরাধীনতার শৃঙ্খলে’ শিরোনামে একটি গান নিজের সুরেই গেয়েছেন বাপ্পা। এটিও অনুদানের ছবি। দুটি গানেরই সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘দীর্ঘদিন পর ছবির গানে কণ্ঠ দিলাম। দুটি গানের কথাই বেশ সুন্দর।

আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ এ দিকে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবির সঙ্গীত পরিচালনার কাজও করছেন বাপ্পা। এরই মধ্যে সেই কাজ শুরু করেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮  নভেম্বের ২০২০/এমএম