রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারীসহ খুচরা বাজারে আলুর সংকট দেখা দিয়েছে। মোকামে আলুর দাম বেশি হওয়ায় রাজবাড়ীর ব্যবসায়ীরা আলু আমদানি বন্ধ করে দেওয়ায় এ সংকট দেখা দিয়েছে।মঙ্গলবার সকালে পাইকারী কাঁচা বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।ফলে বাজারে আলু না পেয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।
জানাগেছে, রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারী কাঁচা বাজারে প্রতিদিন ২ থেকে ৩শ মন আলু আমদানি হতো। যা আজ কয়েকদিন হচ্ছে না । ফলে পাইকারী কাঁচা বাজারসহ খুচরা বাজার আলু শুন্য হয়ে পড়েছে। পাইকারী সহ খুচরা বাজার কোথাউ দেখা মেলেনি আলুর। ক্রেতারা একাধিক দোকান ঘুরেও পাচ্ছেন না আলু। এছাড়া আলু আমদানি রপ্তানি বন্ধ থাকায় পাইকারী বাজারের ১৫জন শ্রমিক এখন অলস সময় পারছেন।ক্রেতা আব্দুর রশিদসহ অনেকে জানান, তিনি কাঁচা বাজার করতে এনেছেন। কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও অলু পাননি। আলু তো প্রয়োজনীয় একটি সবজি। তার মত অনেকে এসেই আলু পাচ্ছে না।
রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারী কাঁচা বাজারের সাধারন সম্পাদক আমান ট্রেডার্সের মোঃ আলতাফ হোসেন চৌধুরী বলেন, সরকার নির্ধারন করেছে আলু আড়তে ৩০ টাকা কেজিকে বিক্রি করতে হবে। কিন্তু মোকাম থেকে তাদের কিনতে হয় ৪০/৪২ টাকা কেজিতে। যে কারণে তারা আলু বাজারে আনছেন না। ইতিমধ্যে বাজারের ৩ ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে সরকারী নির্ধারন করা দামে বিক্রি না করার অভিযোগে। সরকারী নিয়ম অনুযায়ী বিক্রি করলে প্রতিদিন কয়েক লক্ষ টাকা লোকসান হবে। এখন বেশি দামে কিনলে তো বেশি দামেই বিক্রি করতে হবে। মোকাম থেকে কম দামে কিনতে পারলে, আলু আনবেন এবং তারা তখন কম দামে বিক্রি করবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ নভেম্বের ২০২০/এমএম