Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিসিবি প্রেসিডেন্টস কাপের সফল সমাপ্তির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপও দরজায় কড়া নাড়ছে। দুপুর দুইটায় শুরু হয়ে গেছে টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যেই প্লেয়ার্স ড্রাফটে থাকা সর্বোচ্চ মূল্যের পাঁচ টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের দল চূড়ান্ত হয়ে গেছে।

রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা। পাঁচ দলের টুর্নামেন্টে খুলনার প্রতিনিধিত্বকারী দলের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এছাড়া ‘এ’ গ্রেডে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ফরচুন বরিশাল, মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকায় ও মুস্তাফিজুর রহমান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন। সাকিবের জেমকন খুলনার হয়ে খেলবেন ‘এ’ গ্রেডের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও।

ড্রাফটে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। সব মিলিয়ে সর্বোচ্চ ৮০ জন খেলোয়াড় দল পাবেন, যদিও ড্রাফটের তালিকায় আছেন ১৫৭ জন ক্রিকেটার।

সর্বোচ্চ ১৫ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ গ্রেডে ছিলেন মোট ৫ জন ক্রিকেটার। তারা হলেন চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এবং পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ‘বি’ গ্রেডে ১০ লাখ, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা মূল্যের ক্রিকেটাররা রয়েছেন। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীসের মতো তারকাদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আছেন ‘ডি’ গ্রেডে।

নভেম্বরের চতুর্থ সপ্তাহে শুরু হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। আসরে অংশ নিচ্ছে মোট ৫টি দল। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২  নভেম্বের ২০২০/এমএম


Array