আবদুল্লা রফিক,ক্যালগেরি, আলবার্টা, কানাডা :: মিয়ানমারে ইলেকশন শেষে ভোট গণনা চলছে, অং সান সূচি এর নেতৃত্বে থাকা দল এবারেও জিতবে এটা নিশ্চিত।
সংসদ এর উভয় কক্ষের ২৫% সিট সেনাবাহিনীর জন্য রিজার্ভ থাকে, বাকি ৭৫% এর নির্বাচন হচ্ছে। দীর্ঘ দিন সামরিক শাসন এর ভিতর থাকা দেশটি এখনোও সশস্ত্র বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বেসামরিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।
এই নির্বাচনে বিতর্কিত এরিয়া গুলোতে প্রায় ২.৬ মিলিয়ন মানুষের ভোটাধিকার নেই। যার ১.১ মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে।
খুবই দুঃখজনক …!!!
বিংশ শতাব্দীতে এসে নিজের জন্মভূমিতে ভোটের অধিকার নেই ..
মানবাধিকার লংঘিত হচ্ছে প্রতিনিয়ত…
কোনো প্রতিকার নেই,
ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কোনো চেষ্টাও নেই……..!!
আমেরিকার ক্ষমতার পরিবর্তন রোহিঙ্গা ইস্যুতে কোনো পরিবর্তন আনে কিনা এখন সেটাই দেখার বিষয় !!!
লেখক : আবদুল্লা রফিক, ক্যালগেরি, আলবার্টা, কানাডা
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ নভেম্বের ২০২০/এমএম





