Menu

টাইব্রেকার ভাগ্যে ইউরোপা লিগের ফাইনালে চেলসি

বাংলানিউজসিএ ডেস্ক :: শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে টাইব্রেকারে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে চেলসি। বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও আইনট্রাখটের মধ্যে সেমিফাইনালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পায় মাওরিসিও সাররির দল।

এদিন ম্যাচের প্রথমার্ধে ২৮তম মিনিটে লিড নেয় চেলসি। এদেন আজারের এসিস্টে পাওয়া বলের সদ্ব্যবহার করেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিক। কোনাকুনি শটে আইনট্রাখটের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে ঝুলছিল ১-০ গোল। তবে দ্বিতীয়ার্ধে নেমেই শুন্যর স্থলে ১ বসায় আইনট্রাখট। ৪৯ মিনিটের মাথায় বসনিয়ার ফরোয়ার্ড লুকা ইয়োভিচের গোলে ম্যাচে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।

স্কোরলাইন ১-১ হলে দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হওয়ায় রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগে। দুই দলই মরিয়া হয়ে ওঠে একটি গোল পেতে, যা জয়ের পাশাপাশি কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে দেবে। তবে কোনো দলেরই রক্ষণভাগ সেটি হতে দেয়নি। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কেউ পার্থক্য গড়ে দিতে পারেনি।

শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষার দ্বারস্ত হতে হয় দুদলকে। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে ইউরোপা লিগের ফাইনালে উঠে চেলসি। এদিকে একই রাতের আরেক মহারণে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দলের সেরা তারকা পিয়েরে এমেরিক অউবামেয়াংয়ের হ্যাটট্রিকের ওপর ভর করে ফাইনালের স্বাদ নিলেন উনাই এমেরির শিষ্যরা।

আগামী ২৯ মে আজারবাইজানের অলিম্পিকো স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে শক্ত প্রতিপক্ষ আর্সেনালের মুখোমুখি চেলসি। আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। সে হিসাবে ১৯৭২ সালের পর এই প্রথম ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতাতেই ‘অল ইংলিশ’ ফাইনাল হতে যাচ্ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/১০ মে ২০১৯/ইএন


Array