Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পানির অপর নাম জীবন হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিবাসীদের জন্য তা জীবননাশের কারণ হয়ে দেখা দিয়েছে।

১৯৮৫ সালে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া ২৪.৬০ কিলোমিটার আয়তনবিশিষ্ট পৌরসভার ‘সাপ্লাই পানি’র সঙ্গে প্রতিনিয়ত ভেসে আসছে ময়লা ও শ্যাওলা; যা একেবারেই পান করার উপযোগী নয়।

মহানন্দা নদী থেকে উত্তোলিত পানি পরিশোধন না করেই পৌরসভার ১০১.৬৭ কিলোমিটার বিস্তৃত পানির পাইপে সরবরাহ করা হচ্ছে।

জীবাণুযুক্ত এ অনিরাপদ পানি পান করার ফলে ডায়রিয়া, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন পৌরসভার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে এমন দুরবস্থা চললেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। অবিলম্বে নিরাপদ পানি সরবরাহ করে পৌরসভায় বসবাসরত প্রায় আড়াই লাখ নাগরিককে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষার জরুরি পদক্ষেপ নিতে অনুরোধ করছি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array