Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রতিদিন হু-হু করে বেড়ে চলছে কাঁচামরিচের দাম। থামার নাম গন্ধ নেই। কয়েকদিন আগে পেঁয়াজ করেছিল ডাবল সেঞ্চুরি।বর্তমানে কাঁচামরিচ ট্রিপল সেঞ্চুরি করেও থেমে থাকেনি, শুধু বাড়ছে। মানুষের বয়স যেভাবে দিন দিন বাড়ে, সেভাবে কাঁচামরিচের দামও বাড়ছে।

দেখা যাচ্ছে, বাজারে কোনো একটি পণ্যের দাম কমতে না কমতেই আরেকটির দাম বেড়ে যায়। এজন্য খুচরা বিক্রেতারা দোষ দেয় পাইকারি ব্যবসায়ীদের আর পাইকারি ব্যবসায়ীরা দোষ চাপায় কৃষক ও সরবরাহ ব্যবস্থার ওপর। চোর কখনও নিজেকে চোর বলে শিকার করে না। বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম।

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা। দোকানদার বলল- ১ টাকাও কম হবে না। নিলে নেন, না নিলে অন্য পথ দেখেন। হিসাব করে দেখলাম, ১০ টাকায় কাঁচামরিচ পাব ৪-৫টা। অগত্যা ২০ টাকায় ১ মুঠ কাঁচামরিচ নিয়ে বাড়িতে ফিরলাম।বাড়িতে এসে সবাই মিলে কাঁচামরিচ গণনা শুরু করে দিলাম, যেন সবাই মিলে আকাশের তারা গণনা করছি। দেখা গেল, ২০ টাকায় কাঁচামরিচ পেয়েছি ১২টা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array