প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়িভাড়া। বাড়ির মালিকরা যখন ইচ্ছা, তখনই বাড়িভাড়া বাড়াচ্ছেন। এর সঙ্গে পাল্লা দিয়ে গ্যাস-বিদ্যুতের দামও দিনদিন বেড়েই চলেছে। করোনার কারণে অনেক মানুষ কোনো কাজকর্ম করতে পারছেন না।এ অবস্থায় বাড়িভাড়া পরিশোধ করা নিয়ে মহাবিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা।
একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থের অভাব; এ যেন সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।করোনার এ মহামারীর সময়ে বেশিরভাগ ভাড়াটিয়ার কোনো আয়-রোজগার নেই; অনেককে ত্রাণের জন্য হাত পাততে হচ্ছে। এ অবস্থায় বাড়িভাড়া পরিশোধ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব।
রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বাড়িওয়ালা ভাড়ার জন্য ভাড়াটিয়াদের ওপর অমানবিক চাপ প্রয়োগ করছেন। এরই মধ্যে বাড়িভাড়া নিয়ে বেশকিছু ঘটনা ঘটে গেছে। ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়াকে বিনা নোটিশে বের করে দেয়া হচ্ছে; উপরন্তু মারধরের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ভাড়াটিয়াদের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ আগস্ট ২০২০/এমএম





