বাংলানিউজসিএ ডেস্ক :: আজ সারা বিশ্ব যখন কোভিড ১৯-এর করালগ্রাসে নিপতিত; ঠিক তখন আমাদের দেশে নতুন করে হানা দিয়েছে বন্যা।সময়ে-অসময়ে বন্যা এ দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রতিবছরের মতো এ বছরও বন্যার ধ্বংসলীলা দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মানুষের কাছে বিভীষিকাময় রূপ নিয়ে আবির্ভূত হয়েছে।
ইতোমধ্যে দেশের অনেক জেলা বন্যাকবলিত হয়ে বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আউশ, বীজতলা, আমন ধান, রাস্তাঘাটসহ আবাসস্থল। বন্যা উপদ্রুত অঞ্চলগুলোয় মানুষ ও গৃহপালিত পশুর খাদ্য ও বাসস্থান সংকট দেখা দিয়েছে।
ফলে সেখানকার মানুষ এখন সবকিছু হারিয়ে অনাহারে-অর্ধাহারে ও গৃহহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় একটাই কাজ- এখন বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি বন্যাদুর্গত জেলাগুলোয় ত্রাণ সরবরাহে ত্বরিত পদক্ষেপ নিতে হবে।
শিক্ষার্থী আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ জুলাই ২০২০/এমএম





