বাংলানিউজসিএ ডেস্ক :: বৈশ্বিক মহামারী করোনায় ক্রমবর্ধমান হারে মানুষই শুধু মরছে, এমনটা নয়। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে।বর্তমানে অর্থনীতি যে মন্দার সম্মুখীন, তা অতীতের যে কোনো মহামন্দাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর তাই অর্থনীতিতে করোনার প্রভাব কীভাবে মোকাবেলা করা যায়; সেটাই এখন ভাবার বিষয়।
ভয়াবহ এ করোনার কারণে দেশ তথা সারা বিশ্বে বেকারত্ব একটি বড় সমস্যা হিসেবে আবির্ভূত হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আশঙ্কা প্রকাশ করেছে, এ ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ছে; তাতে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষ আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যেতে পারে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত না নিয়ে বরং নিতে হবে নতুন কোনো পদক্ষেপ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ জুলাই ২০২০ /এমএম





