Menu

মঙ্গলবার থেকে আরো বাড়বে তাপমাত্রা

বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আরো বৃদ্ধি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, এছাড়া আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলানিউজসিএ/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/এমএম


Array