প্রকৌশলী আব্দুল্লা রফিক, ক্যালগেরি, কানাডা :: জার্মান ঔষধ কোম্পানি “Bayer” তাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি ‘Mosanta’ এর খুব জনপ্রিয় প্রোডাক্ট – রাউন্ড আপ(Round Up) এক ধরণের কেমিক্যাল যা আগাছা মেরে ফেলতে সাহায্য করেl এর একটি উপাদান গ্লাইফোসেট, ১৯৭০ সাল থেকে সারা পৃথিবীর বাজারে চালু আছে lবলা হচ্ছে গ্লাইফোসেট সমৃদ্ধ এই কেমিক্যাল থেকে ক্যান্সার এর উৎপত্তি হয়েছে lএই প্রোডাক্ট এর একটি উপাদান গ্লাইফোসেট কে ক্যান্সার এর জন্য দায়ী বলা হচ্ছে l
যদিও এটা এখনো প্রমাণিত হয়নি – কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করেই চলেছে দেশের সমস্ত আইন কানুন মেনেই l আমেরিকান এনভায়রনমেন্টাল এজেন্সি (US -EPA- Environmental Protection Agency) খুব স্পষ্ট করেই বলেছে – এই প্রোডাক্ট এর গায়ে লেখা গাইড লাইন মেনে ব্যবহার করলে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই l
ফরাসি এক গবেষণা প্রতিষ্ঠান, যা বিশ্ব স্বাস্থ সংস্থার (WHO- world health organization) সঙ্গে জড়িত ,২০১৫ সালে প্রথম বলে – গ্লাইফোসেট হয়তোবা ক্যান্সার অনুঘটক হতে পারে lযদিও মজানটা ( Bayer ) খুব কড়াভাবে এর প্রতিবাদ করেছে l
প্রায় এক লাখের উপর কমপ্লেইন থেকে হওয়া ল সুট পর সমঝোতার মাধ্যমে এই ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে l সর্বমোট ১০.৯ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে ৯.৬ বিলিয়ন বর্তমানে দেয়া হবে এবং ১.২৫ বিলিয়ন রেখে দেয়া হবে ভবিষতে সম্ভাব্য ক্ষতিগ্রস্থ্য পক্ষের জন্য l
এটা একটি প্রচলিত কোর্ট এর বাইরের সমঝোতা – বাস্তবায়নের জন্য কোর্টের অনুমোদন লাগবে lপৃথিবীর ১৬০ টি দেশে প্রচলিত এই প্রোডাক্ট খুব জনপ্রিয় এবং এই কোম্পানিটিও তাদের খ্যাতির জন্য পৃথিবী বিখ্যাত l
প্রশ্ন হচ্ছে কোম্পানি কেন এই সমঝোতায় গেলো ?
কারণ কোম্পানিটির সি ই ও ‘র মতে – বছরের পর বছর ধরে মামলা চলবে, দেশের পর দেশে মামলা হতে থাকবে! তাতে কোম্পানির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত খ্যাতি ক্ষতিগ্রস্থ হওয়ার সমূহ সম্ভাবনা আছে , তাছাড়া সম্ভাব্য ব্যবসা ক্ষতি জনিত কারণে যে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে তার চাইতে এই সমঝোতা একটি ভালো উপায় l
রাজনীতির খেলা সর্ব ক্ষেত্রেই প্রচলিত ll
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০২০ /এমএম





