বাংলানিউজসিএ ডেস্ক :: চিরচেনা ঢাকা কয়েক মাসে অনেকটাই বদলে গেছে। আগের মতো ব্যাংক-বীমা ও বিভিন্ন দফতর খোলা থাকলেও সেখানে মানুষের উপস্থিতি কম। মানুষের মুখে গরুর ঠুসির মতো মাস্ক! হাতে গ্লাভস। চোখে বিশেষ ধরনের চশমা আর মাথায় নীল রঙের ছাউনি। অনেকেই পকেটে রাখছেন স্যানিটাইজার। প্রথম দেখায় কেউ কাউকে চিনতে পারছেন না; সবার পোশাক বদলেছে।
শুধু কি পোশাকেই বদলেছে মানুষ? এখন অভাবী-নেশাখোর মানুষদের বেশি দেখা যায় রাস্তায়; আর সাধারণ মানুষ হয়েছে গৃহবন্দি। ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন নিয়ে ঝামেলা থাকায় অনেকেই ঠিকমতো বাসাভাড়া দিতে পারছেন না। গণপরিবহনে ওঠার জন্য পূর্বের প্রতিযোগিতা আর নেই। তবে ভাড়া বেশি। সিএনজিচালিত অটোরিকশায় আগের মতো যাত্রী নেই। বিয়ে, ঈদ, নতুন বছর উদযাপন- সব বদলে দিয়েছে করোনা।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রাণ নেই। অলস জীবনযাপনে বদলেছে ছাত্রছাত্রীদের ভাবনা- ঘরের বাইরে যাওয়া যাবে না। এমন শিক্ষাজীবন আগে দেখেনি শিক্ষার্থীরা, ভাবেওনি। ছাত্র-ছাত্রীরা ধীরে ধীরে অনলাইন ক্লাস-পরীক্ষার যুগে প্রবেশ করছে। আগের মতো রাস্তার মোড়ে ছাত্র-তরুণদের প্রাণবন্ত আড্ডা নেই। প্রান্তিক মানুষ অনেকেই পেশা পরিবর্তন করেছে, রাজধানী ছেড়ে গ্রামেও চলে গেছে অনেকে। রাজধানীর মতিঝিলের ফুটপাতে যেখানে গার্মেন্টসহ অন্যান্য পণ্য বেচা-কেনা হতো, সেখানে এখন মেলে করোনা সুরক্ষা সামগ্রী। এ কেমন ঢাকা! এই প্রজন্মের মানুষ রাজধানী ঢাকার এমন রূপ কি আগে কখনও দেখেছে?
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০২০ /এমএম





